মুন্সীগঞ্জে সপ্তম বারের মতো শ্রেষ্ঠ করদাতা হলেন আলহাজ্ব মজিবুর রহমান
তারিথ
: ১১-১১-২০১৭
সোহেল টিটু,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড়ের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মজিবুর রহমান-কে (২০১৭ ) মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা সম্মাননা প্রদান করা হয়েছে।
গত বুধবার সকালে নারায়াণগঞ্জ ক্লাব কমিনিউটি সেন্টারে নারায়াণগঞ্জ কর অঞ্চলের আয়োজনে মোট ২৩ জন করদাতাকে সম্মাাননা প্রদান করা হয়। এর মধ্যে মুন্সীগঞ্জ জেলার আলহাজ¦ মজিবুর রহমান ও তার পরিবারকে শ্রেষ্ঠ করদাতা ’করবাহাদুর’ সম্মাননা প্রদান করা হয়।এ নিয়ে তিনি সপ্তম বারের মতো মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা হন।বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মজিবুর রহমান তিনি একজন ইনপোর্টার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শাল,লোহা,সেগুন,গর্জন ইত্যাদি কাঠ আমদানী করে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাইকারী বিক্রি করেন।তিনি মেসার্স মজিবুর রহমান টিম্বার এন্ড ’স’ মিল নামের প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর। আলহাজ¦ মজিবুর রহমান মুন্সীঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার কৃতি সন্তান। তার পিতা হাজী আব্দুল খালেক সরদার।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো.রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুর করিম চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার (দক্ষিণ) কাজী মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিঞা।
এসময় নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও করদাতারা উপস্থিত ছিলেন।