জাকিয়া সুলতানা দ্যূতী, পিতা- মরহুম হারুনুর রশীদ, মাতা- মরহুম মোর্শেদা বেগম। স্কুল- মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইন্সটিটিউট, কলেজ ঢাকা কমার্স কলেজ, ভার্সিটি- বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি। তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি নিজের উদ্যোক্তা হয়ে উঠার গল্প তুলে ধরলেন প্রভাতী খবরের কাছে। তিনি অনলাইনে ব্যবসা করেন । জাকিয়া দ্যূতী বলে আমি যখন বিবিএ ফাস্ট ইয়ারে পড়ি তখনই মাথায় চিন্তা আসে ব্যবসা করার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বানিজ্যবিভাগ নিয়ে লেখাপড়া করার সুবাদে আগে থেকেই ইচ্ছা ছিল ব্যবসা নিয়ে সরাসরি কাজ করবো। জামা কাপড়ের উপর নেশা থাকার কারণে এটা দিয়েই ১০/১১/২০১৭ শুরু করি আমার স্বপ্নের ব্যবসা। তখন আমি আমার পরিবার থেকে কোন সহযোগিতা পাইনাই। নিজের জমানো টাকা আর আমার টিউশনি করানোর কিছু টাকা দিয়ে মাত্র ৫০০০ টাকা মূলধন দিয়ে শুরু করি। ব্যবসার কৌশল আরো ভালভাবে শিখার জন্য মেজর মার্কেটিং এর উপর বিবিএ করি। আমার ইউনিভার্সিটির শিক্ষকরা আমার কাজের জন্য আমাকে অনেক অনুপ্রানিত করতেন। শিক্ষকদের প্রসংশায় আমাকে আমার কাজে আরও সাহস এনে দেয় । এরপর জামার পাশাপাশি আমি শাড়ী নিয়ে কাজ করি। ব্যবসার বেশিরভাগ কাজ আমি নিজেই করি। ডেলিভারি ঢাকার মধ্যে আমি নিজেই করি আর ঢাকার বাইরে কুরিয়ার করি। আমার কাজ করতে ভাল লাগে তাই নিজের কাজগুলো নিজেই করি। পরিশ্রম করলে একসময় ভাল ফল আসবেই আমার বিশ্বাস । আমার ব্যবসার নাম “বিজয়িনী” আলহামদুলিল্লাহ নামটা এখন কম বেশি সবাই চেনে। আমার মূল উদ্দেশ্য সেল বাড়িয়ে মূলধন যোগানো নয়, আমার উদ্দেশ্য হলো বিজয়িনী নামটা সবার মনে বসিয়ে দেয়া। এখন সবাই যখন বিজয়িনী বলে আমাকে ডাকে অনেক শান্তি পাই। সবাই দোয়া করবেন যেনো একদিন অনেক বড় হতে পারি, এবং অনলাইন ব্যবসা থেকে বড় করে শোরুম দিতে পারি।