সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও কানাডা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সামছুল হক বেলালের পিতার কোলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১)আগষ্ট শনিবার সামছুল হক বেলালের মাদার বাজারের ধনপুর নিজ গ্রামের বাড়িতে দুপুর থেকে এ কোলখানি অনুষ্ঠিত হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ধনপুর গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের সামাজিক সংঘঠক,রাজনৈতিক নেত্ববৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ কোলখানিত অংশগ্রহন করেন।
এতে অন্যান্যের মধ্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক ও সিলেট ২আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,কানাডা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সামছুল হক বেলাল,দয়ামির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ,ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজলু চৌধুরী, লুৎফুর রহমান (লালমিয়া),সাবেক মেম্বার ইউছুফ আলী, মুকুল ইকবাল, জলিল মিয়া, সিলেট এম,এ, জি ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক ড.এনামুল হক, সাংবাদিক এম এফ আলী ফয়েজ,মোমিন আহমদ মামুন,ছাত্রনেতা রিপন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামছুল হক বেলালের পিতা হাজ্বী তফজ্জুল আলী গত (১৭)জুলাই সিলেট নুরজাহান হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।