আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৫ বান্ডিল ঢেউ টিন বিতরণ
তারিথ
: ০৫-০৬-২০১৮
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৫ বান্ডিল ঢেউ টিন বিতরণ করা হয়েছে। উল্লেখ, অতিসম্প্রতি উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারঘাটী মাটিয়াগজ গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ওই গ্রামের জনৈক প্রদীপ চন্দ্র বর্মন, মাধব চন্দ্র বর্মন, মালন রাণী, সিপেন চন্দ্র বর্মন ও গনেশ চন্দ্র বর্মন এর বসত বাড়ি সহ সহায় সম্বল অগ্নিকান্ডে ভস্মিভুত হলে ফায়াজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মনির হোসেনের অর্থায়নে গতকাল মঙ্গলবার (৫ জুন) সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেক পরিবারের মাঝে ৩ বান্ডিল করে মোট ১৫ বান্ডিল ঢেউ টিন বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন বিতরন করেন। এসময় তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান কামু, এ রায়হান চৌধুরী রকি, ফায়াজ গ্রুপের প্রতিনিধি মোঃ মানিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।