ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ৭১জন নারীর মাঝে ঔষধী ও বিভিন্ন প্রকার ফলের চারা বিতরণ করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা এসো জাতি গড়ি এজাগ। দুপুরে শহরের গোয়ালচামট রথখোলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন পৌর কাউনসিলর আনিসুর রহমান চৌধুরী শাবুল। এসময় উপস্থিত ছিলেন এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, সোহেল খান, নাছিমা আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল আমলোকি, বয়রা, হরিতকি, সবেদা, পেয়ারা, লেবু, কামরাঙ্গা, আম, লিচু, কদবেল।