বেনাপোলে ভারতের ক্যান্সার হাসপাতালের ২৯ সদস্যা ডাক্তারদের ফ্রি ক্যাম্পেইন চিকিৎসা প্রদান
তারিথ
: ০১-১১-২০১৭
মাসুদুর রহমান,স্টাফ রিপোর্টার যশোর :
বেনাপোল পৌরসভায় ভারতের বারাসাতের ক্যান্সার এন্ড ওয়েলফেয়ার রিসোর্স সেন্টারের ২৯ সদস্যর মেডিকেল টিম ফ্রি ক্যাম্পেইন চিকিৎসা সেবা প্রদান করেন।
বুধবার বেলা ১১ টা থেকে পৌরসভার বিভিন্ন কক্ষে এ মেডিকেল টিম ক্যান্সার সার্জন ড. প্রবীর বিজয় ধর এর নেতৃত্বে এলাকার জনসাধারনকে বেলা সাড়ে ৩ টা পর্যান্ত ফ্রি চিকিৎসা প্রদান করেন। ভারতের বারাসাতের ক্যান্সার এন্ড ওয়েলফেয়ার রিসোর্স সেন্টারের ২৯ সদস্যর ভিতর ৯ জন ডাক্তার ছাড়া ছিলেন নার্স সেবিকা ও প্যারামেডিকেল স্টাফ। এর আগে মেডিকেল টিমটি গত ২৭ অক্টোবর ক্যান্সার সার্জন ড. প্রবীর বিজয় ধর এর নেতৃত্বে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পিরোজপুর যান। ২৮ অক্টোবর পিরোজপুর এজবি কমিউনিটি সেন্টারে ফ্রি ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন এরপর ৩০ অক্টোবর খুলনা ক্লাবে ফ্রি ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। তারপর ৩১ অক্টোবার বাগের হাট জেলার স্মরন খোলা উপজেলার আমড়াখালি বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা দেন। সর্বোশেষ তারা ১ নভেম্বর বেনাপোল পৌরসভায় ফ্রি ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করে বেনাপোল বর্ডার হয়ে বেলা সাড়ে ৪ টার সময় ভারতে প্রবেশ করেন। অন্যন্য বিশেষজ্ঞ ডাক্তারদের ভিতর ছিলেন ঐ হাসপাতালের ড. হীনা কারিয়া, ড. গৌতম ঘোষ, ড. সঞ্জয় দাস ড. পিকে দা, ড. টিকে দাস ড. অমিতাভ রায় প্রমুখ।
বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু জানান মেয়র আশরাফুল আলম লিটনের উদ্যেগে বেনাপোল বাসিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে এই মর্মে গতকাল মাইকিং করা হয়। যার জন্য রেগিদের উপস্থিতী ও ছিল প্রচুর।