কে.এ.তানিস :
মাইশা আতিকা, পেইজঃ হামানদিস্তা, পেশাঃ পড়াশোনা+ প্রাইভেট জব, পেইজ শুরুঃ২০১৭। এইচ এস সি পরিক্ষার পর থেকেই শখ ছিলো একটা বিজনেস করবো। খুব ছোট পরিসরে, অনলাইনে। কিন্তু পুজি,প্রোডাক্ট সব কিছু নিয়ে খুব কনফিউজড ছিলাম। কোন বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো স্বাভাবিক ভাবেই স্টুডেন্ট ছিলাম এনাফ পুজি ও ছিলনা। একদিন একটি বাটিতে মসুর বাটা আর দুধের মালাই নিয়ে একটি ফেইসপ্যাক বানিয়ে জোর করে আম্মু কে লাগিয়ে দিলাম। সেইদিন হুট করে একটা ব্যাপার মাথায় আসে। আমার মায়ের মতই অনেক মেয়ে অনেক নারী আছেন যারা পরিবারের এবং বাড়ির ফার্নিচারের কোনায় রাখার ফ্রেমের ঠিক যতœ নেন কিন্তু নিজের যতœ নিতে ভুলে যান। তাদের সময় হয়ে উঠে না আয়না দেখার । তাই আমি ঠিক করলাম এই বিষয় টা নিয়েই কাজ করি। আমার থিম হয়ে গেলো ওয়ার্কিং আপুদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এর ন্যাচেরাল উপটান ।
কিন্তু লিকুইড না ড্রাইড জিনিস। শুকানা গুড়ো থাকবে জাস্ট পানি মিশিয়ে ফেইসপেক বানিয়ে নিতে পারবে। মেক শিউর করলাম সব প্রোডাক্ট হবে খুব অর্গানিক আর হাইজেনিক আর জেনুইন। আমার প্রোডাক্ট এর উপকারিতা সব টাই গুগল /ইউটিউব এ থাকবে।
যেমন প্রথমে আনলাম মসুর ডাল গুড়ো। এখন মসুর ডাল গুড়ো স্কিন কেয়ার এর জন্য খুব ই ভালো তা গুগল, ইউটিউব এ ই আছে।
এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবোনা যা শুধু আমি এপ্রæভড করেছি।
ঝটপট লিস্ট করে ফেললাম কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট থাকবে, মসুর গুড়ো, নিম পাতা গুড়ো, আমলকি গুড়ো ইত্যাদি নিয়ে নেমে পড়লাম থিম এর সাথে মিলিয়ে নাম দিলাম হামানদিস্তা।
আলহামদুলিল্লাহ প্রথম ৩ দিনেই পেইজ এর নাম আর অর্গানিক আইটেম গুলো সবাই খুব ভালো ভাবেই এক্সেপ্ট করেছে। পুজি ম্যান পাওয়ার সব কম ছিলো ১ বছরেই পুজি, ম্যান পাওয়ার,ক্লাইন্ট ৩টাই বেড়েছে। ট্রেডলাইসেন্স,নিবন্ধিত লগো ও করিয়েছি। ওয়ার্কিং নারীরা, হোম মেকার নারীরা হামান্দিস্তা থেকে খুব সহজে নিজেরও যতœ নিতে পারছে। এইটুকুই আমার সবথেকে বড় পাওয়া।
আমরা চার বোন, বাবার যেন কোন ছেলে সন্তানের অভাব বোধ না হয় সেই জন্য আমার এই সংগ্রাম। আমি মনে করি, নারীপুরুষ কেবল দুটি বিশেষণ।
ওভ ঃযবৎব রং ধ রিষষ ঃযবৎব রং ধ ধিু.
|