কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল হক বেলাল এর পিতা আর নেই
তারিথ
: ১৯-০৭-২০১৮
প্রভাতী খবর ডেস্ক :
সাবেক ছাত্রনেতা,সিলেট জেলা ছাত্রলীগ, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ (কানাডা) ও বর্তমান কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামছুল বেলাল এর পিতা তফজ্জুল আলী, ১৯ জুলাই বৃহস্পতিবার
রাত ১০ : ২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)
গত বেশ কিছুদিন যাবত তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সামছুল হক বেলাল, দৈনিক প্রভাতী খবর’কে জানান, লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছিলেন তার বাবা। তবে এরপরই তার ফুসফুসের ক্রিয়া বন্ধ হতে থাকে।
দ্রুত আবারও লাইফ সাপোর্টে নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।
উনার প্রথম নামাযে জানাজা সকাল ৯ : ০০ ঘটিকায় সাগরদিঘীর পাড় মৎস্য ভবন মাঠে এবং ২য় জানাজা বাদ জুম্মা গ্রামের বাড়ি মাদার বাজারে অনুষ্ঠিত হবে।শামসুল হক বেলাল, তার পিতার মৃত্যুতে সকলের কাছে দোয়া চেয়েছেন,সবাই আল্লাহর নিকট উনার রুহের মাগফিরাত কামনা করবেন, মহান আল্লাহ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ।আমিন