আমি লায়লা শারমিন মৌ। ছোটবেলা থেকে খুব পড়ুয়া হিসেবে খ্যাতি আছে আমার।কিন্তু সে অনুযায়ী নিজেকে গড়তে পারিনি। গাহর্স্থ্য অথর্নীতি কলেজ থেকে এম.এস করেছি, বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পের উপর। আমার জগৎ আমার তিনজন দুষ্ট ছানা নিয়ে। ওদেরকে ঘিরেই আমার দিনরাত। গেল বছর খুব ছোট পরিসরে শুরু করেছি আমার অনলাইন ব্যবসা। আমার ব্যবসার নাম
Safriana`s Touch। আমি শিখেছি প্রতিদিন।
অনেক নতুন কিছু, করছি যা আমি ভাবিনি করতে পারবো। যারা শুরু থেকে পাশে আছেন এবং যারা প্রতি নিয়ত পাশে আসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার চেনা মুখ গুলো আমাকে দৃঢ়তা দিয়ে যাচ্ছে অবিরাম আমার কাজে। আর যাদের কাছে আমি একেবারেই অচেনা তাদের ভালবাসায় আমি সত্যিই ভীষণ ভাবে অনুপ্রাণিত। এভাবে আমাকে ভালবেসে অনুপ্রেরণা যোগাবেন সবাই আশা রাখছি।
আমার ব্যবসার মূল লক্ষ্যেই হচ্ছে উন্নতমান, আরামদায়ক আর ভিন্নতা ।