সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মোহাম্মদ জিল্লুর রহমান (৫৫) মারা গেছেন। স্হানীয় সময় সোমবার রাতে রিয়াদের ওলাইয়া ফয়ছালিয়া এলাকায় এশার নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ।
সৌদি আরবে বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ কাপ্তান হোসেন জানান, মোহাম্মদ জিল্লুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তার মরদেহ বর্তমানে রিয়াদের ছিমছি হাসপাতালে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে রিয়াদে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।