যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত
তারিথ
: ২৬-০৫-২০১৯
অনলাইন ডেস্ক :
যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২মে রোজ বুধবার ইউমেক্সসত্বের এসলিন রোড এর একটি হলে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্টাতা ও সভাপতি ,বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য,বাংলাদেশ মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম.মোহিদ আলি (মিঠু) ।
সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রিট্রিশ এমপি পল ব্রোলমফিল্ড, বিশেষ অতিথি লর্ড মেয়র অব শেফিল্ড টনি ডাওয়নিং কাউন্সিলর মেরি লি , কাউন্সিলর লুইস ডাগনালসহ শেফিল্ড আওয়ামী লীগ নেতা-কর্মীগন।
সভাপতির বক্তব্যে এম.মোহিদ আলি (মিঠু),যে কোন সময়ের চেয়ে বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী। অর্থনীতিতে শক্তিশালী করতে প্রবাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে প্রবাসীদের রেমিটেন্স বেড়েছে। আগামীতেও বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা বিরাট ভুমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিট্রিশ এমপি পল ব্রোলমফিল্ড বলেন বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে গত ১০ বছরের বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
বক্তব্য রাখেন শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ খান, মতিউর রহমান শাহীন ,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাবলু , আওয়ামী লীগ নেতা নসিব আলী, খলকু মিয়া, সুফিয়ান আমদ চৌধুরী, সাওরয়ার হুসেন সাহান, আহবাবুর রহমান মিরন, আব্দুল মতিন, সাদিকুর রহমান, নেছার আহমেদ মিজান, আব্দুল লতিফ কামালী, শাহিন আহমেদ শেনর, আব্দুল কাদির, ছয়াদ আহমেদ, আহাদ মিয়া, একরাম রহমান প্রমূখ।