সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়ার সত্তারকূল মাওলানা রমজান আলী ম্মৃতি সংসদ প্রবাসী সমিতির উদ্যোগে গত শুক্রবার (২৯ নভেম্বর) ১ম পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল খেলাধূলা, প্রীতিভোজ, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, লাকী কূপন ড্র, চা নাস্তা, পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ইত্যাদি। আয়োজিত আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মন্নান। সহসভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ শাহাজানের যৌথ পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ আলি রেজা, মোহাম্মদ এয়াছিন মিয়া, ব্যবসায়ী আলহাজ্ব মাহাবুবুল আলম, ব্যবসায়ী মাওলানা নুরুল আলম, ইন্জিনিয়ার গোলামুর রহমান মনজু, মোহাম্মদ মহীউদ্দীন, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম, ব্যবসায়ী তহিদুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। মোহাম্মদ হামিম আবদুল্লাহ মিনারের কুরআন তেলোয়াতের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আনোয়ার উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ সোহেল চৌধুরী, ফারহান উল্লাহ, মোহাম্মদ, মোহাম্মদ জমির উদ্দিন মোজাম্মেল হোসেন সাদ্দামসহ অনেকে। সংগঠনের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান বার্ষিক প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানে লাকী কূপনের মাধ্যমে দুই জন ভাগ্যবান উমরার টিকেট জিতেন। তারা অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ওসমান তালুকদারের সৌজন্যে দেয়া উমরার কাফেলা ট্রীপ টিকেট জয়ী হন। বিজয়ী দুইজন হলেন মোহাম্মদ মোজাম্মেল হক সাদ্দাম ও মোহাম্মদ রকি। তারা দুজনে আগামী সপ্তাহ হতে রমজান পর্যন্ত যেকোন সময়ে কাফেলার মাধ্যমে আবুধাবি হতে মক্কা ও মদীনা উমরা ও জিয়ারতে যেতে পারবেন। অনুষ্ঠানে উপস্হিত বক্তৃতায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণের বিবেচনায় তিনজন বিজয়ী হন। উপস্থিত বক্তৃতায় বিজয়ীরা হলেন মোহাম্মদ মহী উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ফারমান উল্লাহ। উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের (তিনটি ভিন্ন ভিন্ন পুরুষ্কার) মোহাম্মদ এয়াছিন মিয়ার সৌজন্যে পুরুষ্কার দেয়া হয়। অনুষ্ঠানে খেলাধুলায় হাড়ী ভাংগা, বল থ্রো ইভেন্টে বিজয়ীদের ১ম, ২য়, ৩য় স্হান নির্ধারন করা হয়। হাড়ী ভাংগাতে আমেনা বেগম, মোহাম্মদ হামীম আবদুল্লাহ, মোহ্ম্মদ নাজিম উদ্দিন বিজয়ী হন। বল থ্রোতে (ছোটদের) মোহাম্মদ রায়হান, মোহাম্মদ হাসীব মুস্তাকীম, মোহাম্মদ মিনার বিজযী হন। বড়দের বল থ্রোতে মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ সাইফুল বিজয়ী হন। রশি টানাটানিতে তিন গ্রুপকে বিজয়ী করা হয়। পরে মোহাম্মদ আজম খান ও এম. আবদুল মন্নানের সৌজন্যে সকল বিজয়ীদের পুরুস্কার দেয়া হয়। অনুষ্ঠানে চা নাস্তা, তৈরী, অাপ্যায়ন ও পরিবেশনে মিসেস রাশেদা বেগম ও মিসেস আকলিমা সুলতানাকে বিশেষ পুরুস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সকল বিজয়ীদের মাঝে প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ পুরুষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে কুরআন তেলোয়াত, নাতে রাসুল (সাঃ) পরিবেশন মিলাদ, কিয়াম ও সালাতু সালাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ আলী রেজা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব ওসমান গণি তালুকদার। মোনাজাতে দেশ, জাতি, প্রবাসীসহ মুসলিম উম্মার কল্যানে দোয়া করা হয়।