সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির বিজয় দিবস পালিত
তারিথ
: ৩০-১২-২০১৯
সংযুক্ত আরব আমিরাত থেকে মো : সেলিম :
বিজয়কে আরো অর্থবহ করে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। নিজেদের স্ব স্ব অবস্থান হতে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। তিনি গত শুক্রবার রাতে বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে দেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সমিতির আবুধাবীস্থ অফিস মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই প্রমুখ। বক্তব্য রাখেন শওকত আকবর, জাকির হোসেন খতিব, নুর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস, প্রকৌশলী আশীষ বড়ুয়া, রহুল আমিন, ইসমাইল হোসেন তালুকদার, মহিউদ্দিন, সৈয়দ লুৎফরসহ আরো অনেকে। পরে সাংস্কৃতিক সম্পাদক ফজলুল করিম চৌধুরী ফজলুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনা সকলকে মাতিয়ে রাখেন প্রবাসী শিল্পী বাপ্পা আফরিন মাসুমা সহ আর অন্যরা কিছু সময় দশকের আনন্দ মাতিয়ে তুলেন। অনুস্টানে সাংবাদিকদের মধে উপস্থিত ছিলেন আমিরাতের বাংলা টিভি ও সিপ্লাস টিভির সিনিয়র রিপোটার এম আবদুল মান্নান এবং বাংলা ভিশন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কবির বাপ্পি সহ দৈনিক প্রভাতী খবর এর সাংবাদিক মো সেলিম শেষে আহলিয়া এক্সচেঞ্জের সৌজন্যে শিল্পীদের বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয় ও উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসীদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।