সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চুর (৫৫) বাড়ি ফেনীর মহিফাল চেয়ারম্যান বাড়ীতে। তার বাবার নাম আলী আসাদ ভূঁইয়া। শনিবার জেদ্দার আজিজিয়ায় বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহত বাচ্চুর বন্ধু জসিম। জসিম জানান, রাস্তা পারাপারের সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে বাচ্চুকে হাইয়ার সাফা জিদান হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আট ঘণ্টা পর গত রোববার ভোরের দিকে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। নিহতের রাশ জিদান হাসপাতালের মর্গে রাখা হয়। নিহত মোহাম্মদ ইদ্রিস বাচ্চুর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।