স্পেনের মাদ্রিদে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তারিথ
: ১৯-১১-২০১৯
স্পেন থেকে মিজানুর রহমান :
স্পেনের মাদ্রিদে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গত ১৮ ই নভেম্বর মাদ্রিদের হোটেল রাফায়েল হলরুমে স্পেন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের আহবায়ক আরএস আর আই রবিন, প্রধান অতিথি হিসেবে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন| অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব রিজভী আলম|এছাড়া স্পেনের বিভিন্ন প্রদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়| এরপর প্রথমেই সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী সবাইকে পাঠ করে শোনান| অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য প্রদান করেন| এছাড়া স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ নানাবিধ গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন | সর্বশেষে বিশেষ অতিথি ও প্রধান অতিথি মন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন এবং ইউরোপের মাটিতে আওয়ামী লীগকে আরও সুশৃংখল ও শক্তিশালী করার জন্য তারা সবাইকে নিয়ে একযোগে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন| পরিশেষে অনুষ্ঠানের সভাপতি আর এস আর আই রবিন সম্মেলনের প্রাথমিক অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন|