বাংলাদেশ এসোসিয়েশন অফ বার্সেলোনার ব্যানারে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
তারিথ
: ০৮-১২-২০১৯
বার্সেলোনা থেকে মিজানুর রহমান :
গত ৭ ই ডিসেম্বর শনিবার বার্সেলোনার বার রেস্টুরেন্ট প্লাসা পেদ্রোতে স্থানীয় সময় রাত ১১ টায় বাংলাদেশ এসোসিয়েশন অফ বার্সেলোনার ব্যানারে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহারুলইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিউদ্দিন হারুন| স্পেন সরকারের অনুমতি ক্রমে বাংলাদেশ এসোসিয়েশন এই প্রথমবারের মতো মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছে| এই লক্ষ্যে এই সভায় বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন| অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজান সানা, জাকির হোসেন ভূঁইয়া, সাব্বির আহমেদ দুলাল, মিজানুর রহমান, নজরুল ইসলাম, রাসেল, ময়নুল আবেদিন, রোহেল, নজরুল ইসলাম, আব্দুল আজিজ, রফিক, সংগঠনের সাধারণ সম্পাদক হীরা আলম প্রমুখ| অনুষ্ঠানে বক্তারা বার্সেলোনায় অবস্থানরত সকল বাংলাদেশীদের নিয়ে সুন্দর এবং সুশৃংখলভাবে বিজয় দিবস উদযাপনের উপর জোরালো বক্তব্য তুলে ধরেন|