অনলাইন ডেস্ক :
সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বুধবার সকালে ১৭ জন শ্রমিক দাম্মাম থেকে মদিনা যাওয়ার পথে রিয়াদের কাছাকাছি শাকরা নামক স্থানে তাদের বহনকারী মিনিবাসের চাকা ফেটে খাঁদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হন। আহত হন আরও ৭ জন।
আহত ৫ জনের মধ্যে ২ জন রিয়াদে ও ৩ জনকে শাকরা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ওই মিনিবাসে থাকা সকল বাংলাদেশি শ্রমিকই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্শিয়াল কন্ট্রাক্টস লিঃ এ কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়েছে।
এই সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী নাগরিকগণ হলেন, বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা: ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: BW 0337299; রফিকুল ইসলাম, পিতা: মোঃ আনোয়ার হোসেন, মাতা: মোসা. হিরা খাতুন, ঠিকানা: মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর: BW 0798074; মো. ইউনুস আলি, পিতা: মো. আব্দুল খালেক, মাতা: মোসা. আমেনা খাতুন, ঠিকানা: রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, পাসপোর্ট নম্বর: BY 0525493; জামালউদ্দিন মাঝি, পিতা: মান্নান মাঝি, মাতা: নুরজাহান, ঠিকানা: তারাকান্দি, মনোহরদি, নরসিংদি, পাসপোর্ট নম্বর: BN 0571736; গিয়াসউদ্দিন মৃধা, পিতা: মোঃ তফিজউদ্দিন মৃধা, মাতা: মোসা. হামিদা, ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর: BL 0177817; মো. জুয়েল, পিতা: মো. গিয়াসউদ্দিন, মাতা: আমেনা খাতুন, ঠিকানা: বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর: BE 0245406; ইমদাদুল, পিতা: রশিদ, মাতা: মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা: তাতারদি, শেখেরগাঁ, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট নম্বর: BX 0400348; মো. মানিক, পিতা: মো. রমজান আলী, মাতা: মোসা. মানিকজান, ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর: BX 0505953; মো. আল আমিন, পিতা: আব্দুল মান্নান শেখ, মাতা: পদেনা বেগম, ঠিকানা: দমনমারা, খিদিরপুর, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট নম্বর: BP 0049523; মো. মনির হোসেন, পিতা: মো. শামসুল হক, মাতা: মমতাজ বেগম ঠিকানা: কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: BX 0564818।
বাংলাদেশ দূতাবাস থেকে আহতদের সুচিকিৎসার বিষয় নিশ্চিত করা হবে বলে জানান রাষ্ট্রদূত গোলাম মসীহ। এছাড়া যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে জানানো হয়।
|