যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে
তারিথ
: ১৪-১১-২০১৮
অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বেড়ে চলেছে। গতবছর যে পরিমাণ বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পড়তে গেছেন, সেটি দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির গড় হারকেও ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল ইডুকেশন এক্সচেঞ্জ ‘ওপেনডোরস প্রতিবেদন-২০১৮’ এর বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। এসময়ে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ। ওই সময় যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন সাত হাজার ৪৯৬ জন বাংলাদেশি শিক্ষার্থী। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব দেশ থেকে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যান, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম। আর দেশটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। বেশ কয়েকবছর ধরেই বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার হার বেড়েছে। গত বছরে এই হার বেড়েছে ৫৮ দশমিক চার শতাংশ। গত তিন বছরে দেশটির কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ বিদেশি শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ হয়েছে। তবে এই শিক্ষাবর্ষে এই সংখ্যা ১০ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। এ নিয়ে টানা ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হার বাড়ছে। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার বিষয়ে বাংলাদেশে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে থাকে ‘এডুকেশনইউএসএ’। এছাড়া ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার এবং ধা-ির এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টসও শিক্ষার্থীদের নানা তথ্য দিয়ে সহযোগিতা করছে। ঢাকার বাইরে চট্টগ্রামে আমেরিকান কর্নারে আয়োজন করা বিভিন্ন অধিবেশন, যেখানে প্রশিক্ষিত পরামর্শদাতারা বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীও অভিভাকরাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন এখানে। এছাড়া সিলেট, খুলনা ও রাজশাহীর আমেরিকান কর্নারে এডুকেশনইউএসএ রেফারেন্স লাইব্রেরি ও ‘দূর পরামর্শ’ পাওয়া যায়।