চাটখিলে মোহাম্মদপুর প্রবাসী সমাজ কল্যান ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
তারিথ
: ২০-০৭-২০২০
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর প্রবাসী সমাজ কল্যান ট্রাস্টের উদ্যোগে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ ২০ জুলাই উপজেলার মোহাম্মদপুর গ্রামের ওমর আলী কয়াল বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আবদুল বারেক , জবেদ উল্যাহ ও রকির পরিবারের মাঝে নগদ টাকা তুলে দেওয়া হয়। এসময় সুমাইয়া আক্তার নামে আরো এক অসুস্থ ছাত্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন সমাজ সেবক বেলায়েত হোসেন সাবেক মেম্বার মজিবুল হক জষোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান শিক্ষক মোহাম্মদ সেলিম বিএসসি আবদুল খালেক, দীন মোহাম্মদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠান শেষে আর্থিক সহায়তা প্রদানকারী প্রবাসীদের জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ দুলাল।
উল্লেখ্য ১ জুলাই দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে একটি অটোরিকশা ৩টি ঘর সম্পন্ন এবং দুটি ঘর আংশিক পুড়ে যায়।