গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়াসহ মাসিক সম্মানী ভাতা প্রদানের দাবিতে বুধবার শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচীর আয়োজন করে। জেলার সাতটি উপজেলার সকল কিন্ডারগার্টেনের বিপুল শিক্ষক এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের জেলা সভাপতি আবেদ আলী সরকার, সহ-সভাপতি আবু রায়হান চাকলাদার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, সংগঠনের সদর উপজেলা সভাপতি নাহিদ হোসেন খান শাহীন, মোস্তাফিজার রহমান, জুয়েল রানা মৃধা বাবু, বাদল মিয়া, মাজেদুর রহমান, শামসুজ্জোহা রাঙ্গা প্রামানিক, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দুরে সরে যাচ্ছে। এতে তাদের মানসিক উৎসকর্ষ সাধন ব্যাহত হওয়ায় তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। সর্বোপরি মানসম্মত লেখাপড়া থেকে বঞ্চিত এই সমস্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে রক্ষাকল্পে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া একান্ত অপরিহার্য। দেশে আজ সব ধরণের প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সমীচিন নয় বলেও তারা উল্লেখ করেন। এছাড়াও করোনা ভাইরাসের দীর্ঘ সময়টিতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের কোন প্রকার আর্থিক প্রণোদনা বা সাহায্য সহযোগিতা পায়নি। ফলে কিন্ডার গার্টেনের শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দুঃসর্ষ মানবেতর জীবন যাপন করছে। বক্তারা তাই দেশের শিক্ষার অস্তিত্ব রক্ষায় আগামী ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়া এবং শিক্ষকদের মাসিক সম্মানী ভাতা প্রদানের দাবি জানান।