ধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বিএফইউজে,সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও পিআইবি বাংলাদেশের সহযোগীতায় এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে রোববার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিছুল হক মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো , সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, প্রেস ক্লাবের সদস্য গোলাম সারওয়ার সম্রাট প্রমূখ।
অনুষ্ঠানে জেলার কর্মরত ২৯ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু।