মুজিব বর্ষের উপহার কাহালুতে ভুমিহীন পরিবারকে জমি ও বাড়ির কাগজ প্রদান
তারিথ
: ২৩-০১-২০২১
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটির উদ্বোধনের পর বগুড়ার কাহালু উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও সরকারিভাবে নির্মিত বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। ভুমিহীন ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ উপকারভোগীরা।