নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মেন্দিপুর ইউনিয়ন থেকে আবু চাঁন (৭২) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) বিকেলে ইউনিয়নের বাবনিকোণা গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত ধই মিয়ার ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় দেখা যায় বৃদ্ধের গলাকাটা এবং তার কোমড়ের ডান পাশে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ছেলে আবুল মিয়া মঙ্গলবার রাত ১১:৪০ মিনিটে মোবাইল ফোনে জানান, বাজার করার জন্য আমার বাবা মোহনগঞ্জ আর্দশনগর সপ্তাহিক হাটের উদ্দেশ্য মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে জানতে পারি আমার বাবাকে গলা কেটে হত্যা করা হয়েছে।