চান্দিনা উপজেলায় ১৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহের মালিকানা প্রদান
তারিথ
: ২৩-০১-২০২১
ইয়াছিন আরাফাত :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃক সারাদেশে ৬৬১৮৯ পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনা উপজেলায় ১৫ পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়। ২৩ জানুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ পরিবারের মাঝে ভূমি ও গৃহের মালিকানা বুঝিয়ে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বক্সী, সহকারী কমিশনার (ভূমি ) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান, উপজেলা সাব-রেজিস্টার অফিসার মো. আহসান, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. আবু কাওছার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপ -সহকারী প্রকৌশলী( জনস্বাস্থ্য) মো. মোস্তাফা আমির ভূইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ছালামত উল্লাহ খন্দকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.আব্দুল ওয়াহাব, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. তানভীরুল ইসলাম, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ,কে,এম, মামুনুর রশিদ আবু, চান্দিনা উপজেলা পযার্য়ের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা -সহকারী কর্মকর্তা বৃন্দ,উপকারভোগী পরিবারগন উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিরা পরিবার গুলোর হাতে জমি ও গৃহের মালিকানা তুলে দেন।