চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় শ্রীপুরের মেয়রকে গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা`র সংবর্ধনা
তারিথ
: ০৫-০২-২০২১
মাহফুজুর রহমান ইকবাল শ্রীপুর (গাজীপুর) প্রতনিধি:
একাধারে চতুর্থ বারের মতো গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আনিছুর রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছেন `গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা`।
০৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও মেয়রকে সম্মাননা স্মারক তুুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা আবু জাফর সূর্য। সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে বক্তব্য রাখেন, মেয়র আনিছুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন, গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা`র প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক। শ্রীপুর পৌর আ,লীগের সাধারন সম্পাদক নূূূূরে আলম মোল্লা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো.হাবিবুল্লাহ, সাংবাদিক কবির সরকার, নজরুল ইসলাম মাহবুব, হাবিবুর রহমান মানিক, আব্দুল লতিফ আনসারী, আল আমিন, মুহিউদ্দিন, আরিফ প্রধান, হিমু সরকার, মোহাম্মদ আলী বাবুল প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আকতার হোসেন, মোশারফ হোসেন প্রধান, ইুউনুস সরকার, আব্দুল্লাহ, মোঃ শাহাদত হোসাইন, আব্দুল কাদির, রমজান আলী রুবেল, আনোয়ার হোসেন,মাসুম রানা, বকুল মিয়া, আহাদ খান, মিজানুর রহমান, আবু তাহের, আবু সাইদ, আবুল কালামসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।