মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্নিদেশনায় সারা বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হযেছে। গত ২০ জুলাই জয়পুরহাট পৌর মিলনায়তনে জয়পুরহাট জেলার কৃষক লীগ সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। এরই ধারাবাহিকতাই শুক্রবার বিকেলে বীরনগর স্কুল মাঠে এবং রাস্তার বিভিন্ন পাশের্^ বৃক্ষরোপন কর্মসূচির পালন করেন কৃষক লীগের নেতা-কর্মীরা । এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার কৃষক লীগের সহ-সভাপতি আবু তালিব চৌধুরী বাবু, সাধারন সম্পাদক জনাব মোঃ জালাল সরকার , জয়পুরহাট জেলার সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সাদিক পলাশ, দপÍর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, পাঁচবিবি থানা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলীম বাবুল , সুভাস দাস, পাঁচবিবি পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ , বালিঘাটা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরূননবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।