নেত্রকোনার মদনের পল্লী থেকে তাজু মিয়া(৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। মঙ্গলবার( ২৫ মে) দুপুরে নিজ বসত ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাজু মিয়া মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাজু মিয়ার স্ত্রী, সন্তান না থাকায় ভবঘুরের মতো থাকেন। মঙ্গলবার দুপুরে তার নিজ বসত ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ খবর লিখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম জানান, তাজু নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারে সিদ্ধান্তনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।