নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহম্মেদের দাফন সম্পন্ন
তারিথ
: ১৭-০৮-২০২০
মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহম্মেদের দাফন সম্পন্ন। নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নড়াইল পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সোমবার (১৭ আগস্ট) বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের মরদেহ নড়াইল পৌর কবরস্থান প্রাঙ্গনে নিয়ে আসে বঙ্গবন্ধু স্কোয়াড এরপর পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর এই মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শত শত মানুষ জানাজায় অংশ নেন। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন(পিপিএম) উপজেলা ও প্রশাসনের কর্মকর্তারা, নড়াইল পৌর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। জানাজা শেষে দাফন কার্য সম্পাদন করে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যবৃন্দ । উল্লেখ্য, নড়াইল শহরের আলাদাতপুর (চরেরঘাট) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ কিছুদিন আগে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমূনা পরীক্ষায় দেওয়ার পর গত ৭ আগষ্ট করোনা পজেটিভ আসে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ আগষ্ট রাজধানী ঢাকায় নেয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ স্ত্রী ও দুটি কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্জন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর স্ত্রী আনজুমান আরা একজন অবসপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি এক জন নারী নেত্রী ও সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। বড় মেয়ে সঞ্চিতা আহমেদ গৃহিনী এবং ছোট মেয়ে মার্শিয়া আহমেদ একজন চিকিৎসক।