মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। তবে এসময়ে মোবাইলফোনে টু-জি ইন্টারনেট সেবা চলবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় চারটি মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয়। মোবাইল ফোন অপারেটরগুলোকে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে এটা কার্যকর করার নির্দেশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, আজ রাত ৮ টার দিকে চারটি মোবাইল ফোন অপারেটর তাদের ইন্টারনেট সেবার গতি নামিয়ে টু-জি’তে আনে। অনেকই বলেছেন, কোন কোন অপারেটরের সেবা একেরবারই বন্ধ হয়েছে।
এদিকে, সন্ধ্যায় বিটিআরসির উর্দ্ধতন এক কর্মকর্তা বলেন, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত বিটিআরসির সংশিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। এরই ধারাবাহিকতায় এমন নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।