প্রধানমন্ত্রীর নামে খোলা ৭ শতাধিক ভুয়া ফেসবুক আইডি বন্ধ
তারিথ
: ০৮-০২-২০১৯
অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের (এনটিএমসি) উদ্যোগে। এগুলোসহ অপপ্রচারে ব্যবহৃত মোট ১ হাজার ৩০০টি ফেসবুক আইডি গত এক মাসে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান। তিনি গত বৃহস্পতিবার রাতে বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা এই ভুয়া একাউন্টগুলো বন্ধ করেন। ফেসবুকের ফেইক আইডি আমরা বন্ধ করে দিয়েছি। গত এক মাসে ১২শ থেকে ১৩শ ফেইক আইডি বন্ধ করেছি আমরা। তারমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নামেই ৭৩২টি ফেইক আইডি ছিল। যারা ভুয়া আইডি খুলেছিল তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে জিয়া বলেন, আমরা তো কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করি; তারা কাজ করে। আমরা তাদের সহযোগিতা করি।