হঠাৎ করেই ডাউন হয়ে গেছে জয়প্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের নিউজফিড ও ছবির ব্যবহারে ব্যর্থ হচ্ছেন এর ব্যবহারকারীরা।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার দিক থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
সাইটটিতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সাইটটি ‘ডাউন’ হয়ে যাচ্ছে বলে ব্যবহারকারীদের অভিযোগ। এতে দুর্বিপাকে পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
জানা যায়, ৩৯ শতাংশ ব্যবহারকারী তাদের ফেসবুক প্রোফাইলে লগইন এবং ৩৩ শতাংশ ব্যবহারকারী ছবি সমস্যায় ভুগছেন। অপরদিকে, ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তবে এ বিষয়ে ফেসবুক সদর দফতর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।