গুগল এবার ফিঙ্গারপ্রিন্ট লগইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ক্রোম ব্রাউজারে। ম্যাকবুক ও অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে যেতে পারবেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। এক ব্লগ পোস্টে গুগল নিশ্চিত করেছে, তারা এরই মধ্যে ক্রোমের ৭০ বেটা সংস্করণে যোগ করেছে ফিচারটি। ফিঙ্গারপ্রিন্ট সুবিধা যুক্ত করায় এখন আর আগের মতো পাসওয়ার্ড টাইপ করে ক্রোমে যেতে হবে না। এটি আগের চেয়ে বেশি নিরাপদ বলেও জানায় গুগল।
গুগল আপাতত বেটা সংস্করণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং ফিচার যোগ করলেও অক্টোবরের মাঝামাঝিতে অনুষ্ঠান করে এর ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। গেল বছর ক্রোম ওএসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে গুগল। সে থেকে বোঝা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে জোর দিচ্ছে। সূত্র : সিনেট