নির্বাচনের আগের দিন মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা এই সেবা ৩৩ ঘণ্টার জন্য বন্ধ রাখার ‘নির্দেশনা’ পাওয়ার কথা জানিয়েছেন। গতকাল শনিবার বিকাল পৌনে ৩টায় অপারেটরদের পাঠানো ওই নির্দেশনায় ৩১ ডিসেম্বর প্রথম প্রহর (০০.০১ আওয়ার) পর্যন্ত ফোর জির ভয়েস ও ডেটা এবং থ্রি জির ডেটা সেবা পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে। সারা দেশে ২৯৯ আসনে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। অপারেটররা যে নির্দেশনা পাওয়ার কথা বলছেন, তাতে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত ফোর জি বা থ্রি জি সেবা পাওয়া যাবে না। গতকাল শনিবার বিকাল ৩টার পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘন্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ থাকা হয়। গত শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর গতকাল শনিবার দুপুর পর্যন্ত তা চলছিল। একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তারা বলেন, সারা দেশে ফোর জি ও থ্রি জি মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নির্দেশনায় থ্রিজি ভয়েস এবং টু জি ইন্টারনেট ও ভয়েস সেবা চালু রাখতে বলা হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এ বিষয়ে কথা বলতে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হককে ফোন করে পাওয়া যায়নি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে গত নভেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৯ কোটি ১৮ লাখের বেশি; এর মধ্যে ৮ কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন।