টাক নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। টাক মাথায় চুল গজানোর জন্য অনেকে করছেন নানা চিকিৎসা। কেউ কেউ চিকিৎসা নিতে গিয়ে প্রতারণারও শিকার হচ্ছেন।
তবে টাক ব্যক্তিদের জন্য সুখবর নিয়ে এসেছে তুরস্ক। ইস্তাম্বুল শহরে সস্তায় মেলে টাক মাথার সমস্যার সমাধান। সেখানে টাক মাথায় চুল স্থাপনের জন্য গড়ে উঠেছে ৩০০ ক্লিনিক। এসব ক্লিনিকে চুল প্রতিস্থাপনের জন্য সার্জারি করা হয়।
চুল প্রতিস্থাপনে এসব ক্লিনিকে খরচ পড়ে প্রায় দেড় লাখ টাকা। অন্যদিকে ব্রিটেনে এর খরচ পড়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকারও বেশি। একজনের মাথায় চুল প্রতিস্থাপনের জন্য সময় লাগে আট ঘণ্টা।
যুক্তরাষ্ট্রের প্লাস্টিক সার্জনরা বলছেন, চুল প্রতিস্থাপনের চাহিদা দিন দিন বাড়ছে। চুল প্রতিস্থাপনের পর নতুন চুল গজাতে এক মাস সময় লাগে। তবে ভালো ফলের জন্য অপেক্ষা করার লাগে কয়েক মাস পর্যন্ত।
চুল প্রতিস্থাপনের জন্য প্রতিবছর লাখো মানুষের আগমন ঘটে ইস্তাম্বুলে।