বিয়ের দশ বছর পূর্তি হলো মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতির। ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক ও অভিনেত্রী।
বিবাহবার্ষিকী নিয়ে ফেসবুকে ফারুকী লিখেছেন, দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে। তিশা গুণী অভিনেত্রী। আর ফারুকী নির্মাণে ভীন্ন ধারা নিয়ে এসেছেন বেশ আগেই। দুইজনই যার যার অবস্থানের শীর্ষে রয়েছেন।