হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমার ভিত্তি মূল্য ১ লাখ টাকা
তারিথ
: ০১-০৫-২০২০
অনলাইন ডেস্ক :
এবার নিলামে উঠছে নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদির সর্বাধিক ব্যবহৃত চশমা। আজ রাত ১১টায় ফেসবুকের অকশন ফর অ্যাকশন পেইজে লাইভের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। #HF001 এই কোড নিয়ে বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা- এমনটাই জানিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা।
তিনি বলেন, বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। রাত ১১টার লাইভে অংশ নিয়ে সর্বোচ্চ মূল্য যিনি তুলবেন, তিনিই হবেন এই চশমার গর্বিত মালিক। যেমনটা হয়েছে এর আগে সাকিব আল হাসানের ব্যাট ও তাহসানের অ্যালবামকে ঘিরে।
প্রীত রেজা জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই নিলামে অংশ নেওয়া যাবে।
করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন অকশন ফর অ্যাকশন। এর দেখভালের দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা।
এর আগে, গত ২২ এপ্রিল প্রথম নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট। এরপর নিলামে ওঠে সংগীতশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা।