জায়েদ-নিপুণের পদ নিয়ে নতুন যে সিদ্ধান্ত দিলেন আপিল বিভাগ
তারিথ
: ১৫-০২-২০২২
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে আপিল বিভাগ জানিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ শূন্যই থাকবে।
নিপুনের করা আপিল শুনানি নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ। পাশাপাশি আগামীকাল এ বিষয়ে জারি করা রুল শুনানি করবে হাইকোর্ট।