করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে আছে প্রতিটি দেশের নিন্ম আয়ের মানুষ। ফলে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন প্রতিটি দেশের বিত্তশালীরাসহ অনেক তারকারা।
ঠিক তেমনি অসহায় ও দুঃস্থদের জন্য নিজের নাম প্রকাশ না করে ১ কেজি গমের প্যাকেটের মধ্যে পনেরো হাজার টাকার বান্ডিল রেখেছেন বলিউড তারকা আমির খান। এমন গল্পই বেশ কদিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এমন কাজের জন্য কোটি কোটি মানুষ আমির খানকে বাহবা দিচ্ছেন!
অথচ সেই আমির খানই এবার জানালেন, এটা তাঁর কাজ নয়। হতদরিদ্রদের জন্য তিনি গমের গাড়ি পাঠান নি, এবং তার ভেতর ১৫ হাজার টাকাও দেননি!
সোমবার টুইট করে আমির খান বলেন, বন্ধুরা, গমের প্যাকেটে টাকা রাখা মানুষটি আমি নই। এটা পুরোপুরি মিথ্যে গল্প। রবিনহুড হয়তো নিজের পরিচয় প্রকাশ করতে চান না। সবাই নিরাপদে থাকুন, ভালোবাসা।