ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল’খ্যাত চিত্রনায়িকা পরীমনি। রূপে-গুণে বরাবরই সবাইকে মুগ্ধ করে চলেছেন এই অভিনেত্রী। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহেরও কমতি নেই। যার প্রমাণ পাওয়া যায় সামজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করা তার সর্বশেষ খবরগুলোর দিকে চোখ রাখলেই। পরীও এই মাধ্যমে বেশ সক্রিয়। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়মিত প্রকাশ করে থাকেন তিনি।
তীব্র শীতের প্রকোপে দেশের মানুষ যখন কাবু, তখন পরীমনি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা ছবি। প্রশংসার পাশাপাশি ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে হাস্যরসও। পরী পোস্ট করা ছবি দুটিতে ক্যাপশন দিয়েছেন- Winter... Not Exactly.
তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, উফফফফ খুউউউব গরম লাগছে।
অন্য একজন লিখেছেন, ঠাণ্ডা বাতাস ঢুকবে। আরও একজন লিখেছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট! ভাগ্যিস রক্ত বের হয় নাই! অন্য এক ভক্ত লিখেছেন, ছেঁড়া প্যান্টটা সুন্দর কিন্তু!