জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিমের এমন রূপ দেখে হয়তো অনেকের হাসি পেতে পারে। এ নিয়ে আবার অনেকে প্রশ্নও তুলতে পারেন। কেন এমন সাজে সাজলেন মোশাররফ? গল্পের প্রয়োজনে অভিনয় শিল্পীদের নানা রূপে নিতে হয়। তারই ধারাবাহিকতায় মোশাররফ করিম কালো মেকআপ আর সাদা চুল লাগিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ‘কন্টাক্ট’ নাটকের প্রয়োজনেই মোশাররফের এমন রূপ নেওয়া। সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।
তিনি বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী একটি গল্প। গতকাল মঙ্গলবার আমরা এর শুটিং শেষ করেছি। উত্তরার বিভিন্ন স্থানে টানা চারদিন কাজ করা হয়েছে।’
গল্প প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘একটা মেয়েকে কিডন্যাপ করা হয়। আর সে কাজটি করে মোশাররফ করিম। তার পেছনে সাংবাদিক লেগে যায়। আর সে কারণে মোশাররফ করিমকে নানা রূপ নিয়ে চলাফেরা করতে হয়।’
‘কন্টাক্ট’ নাটকে মোশাররফ করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাহারা মিতু, মাসুম বাসারসহ অনেকে। লাইভ টেকনোলোজিসের ব্যানারে খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে।