আবারও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ পরিবার
তারিথ
: ১৫-০৫-২০২০
অনলাইন ডেস্ক :
শুক্রবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুঞ্জন উঠে এটিএম শামসুজ্জামান আর নেই। এমন গুজবে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতার পরিবারের সদস্যরা। এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান জানান, তার স্বামী এই করোনার দিনগুলোতেও বেশ ভালো আছেন।
তিনি বলেন, এটা খুবই হতাশাজনক ব্যাপার। লোকজন একজন গুণি মানুষের মৃত্যু নিয়ে গুজব ছড়ান দুদিন পরপর। কোনো রকম তথ্য নিশ্চিত না হয়ে এ ধরনের খবর ছড়ানো অন্যায়। তিনি ভালো আছেন। ইবাদাত বন্দেগী করে কাটছে তার দিন।
মৃত্যুর গুজব না ছড়িয়ে এটিএম শামসুজ্জামানের জন্য দোয়া করতে পরামর্শ দিয়েছেন তিনি।
১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এতটুকু আশা চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।