বিপিএলের ৭তম আসরে মঞ্চে বাংলায় গান গেয়েছেন ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগাম। স্টেজে উঠে জীবনে যে গান গাননি, সেই গান গেয়েছেন তিনি।
সনু নিগাম হিন্দীতে গান গাওয়ার পরেই বলেন, এই গান জীবনে কখনো গাইনি। আজ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই গানের প্রস্তুতি নিয়ে এসেছি। বাংলাদেশি ভাই-বোনদের প্রতি অনুরোধ ভাষাগত কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।
এরপর তিনি দেশাত্ববোধক গান এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি- সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি শিরোনামের গানটি গান। এরপরই বঙ্গবন্ধুকে নিয়ে তিনি গান গাওয়া শুরু করেন।
পরে শোনো, একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ গানের প্রথম অংশ গয়েছেন। সব শেষে ৮টা ৪০ মিনিটে জনপ্রিয় কালহো না হো গান গেয়ে স্টেজ ছাড়েন তিনি।