পুত্র সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। ভারতীয় একাধিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক।
এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল। সে সময় এক টুইট বার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিংহ রানের সঙ্গে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার। বিয়ে আগে দুইজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।