চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে আতিকুর রহমান লিটনকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান। প্রথম সভাপতি পদে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হলেন তিনি।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ওমর সানী, পপি, রত্না, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম,মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ। আগামী ১ বছর সংগঠনটির পরিচালনা করবেন বিজয়ীরা। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৩২৫ ভোটে পেয়ে কার্যকরী সদস্যপদে জিতেছেন চিত্রনায়িকা পপি।
বিএফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৯৪ জন, ভোট বাতিল হয়েছে ১৬ টি। ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্র প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির।