মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখ পুত্র আরিয়ান খানকে আজ আদালতে হাজির করা হবে। আজ তার এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে আবারো আরিয়ানকে হেফাজতে নেওয়ার আবেদন করবে এনসিবি। টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৬ অক্টোবর) গভীর রাতে এনসিবি বান্দ্রা থেকে বিদেশি এক নাগরিককে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তার কাছ থেকে বাণিজ্যিক পরিমাণে এমডি উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তি আরিয়ান ও আরবাজ মার্চেন্টের ঘনিষ্ঠজন। আরিয়ান আজ জামিন পাবেন এমনটা অনেকে প্রত্যাশা করছেন। কিন্তু এনসিবি আবারো আরিয়ানসহ গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করবে। এদিকে আরিয়ান ও অন্য গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন গান্ধী নগর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে এনসিবি দাবি করেছিল, আরিয়ানের হোয়াটঅ্যাপ চ্যাটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে জেরার পর তাদের গ্রেপ্তার করে এনসিবি। জানা যায়, কোর্ডেলিয়া নামের প্রমোদতরীটি মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। এরপর এনসিবি কর্মকর্তারা অভিযান চালিয়ে বুঝতে পারেন সেখানে মাদক পার্টি চলছে। এই প্রমোদতরী থেকে কোকেইন, হাশিশ, এমডি-এর মতো মাদক পাওয়া গেছে বলে দাবি করেছে এনসিবি। গত ৪ অক্টোবর তাদের আদালতে তোলা হয়। পরে ৭ অক্টোবর পর্যন্ত তাদের এনসিবির হেফাজেত রাখার নির্দেশ দেন আদালত।