ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা আর কলকাতার পুরস্কারজয়ী নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করেছেন গত বছরের ৬ ডিসেম্বর। বিয়ের পর পড়াশোনা, অফিস আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিথিলা। যার প্রমাণ মেলে সৃজিত-মিথিলার ফেসবুকে।
ক’দিন আগে মিথিলাকে দেখা গেছে একটি ফটোশুটে। এবার এই অভিনেত্রী ফিরলেন নাটকে। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন আসছে ভালোবাসা দিবসের একটি নাটকে। নাম ‘প্রাইসলেস’। জাফরিন সাদিয়ার রচনায় এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী।
মিথিলা জানান, এর আগেও গৌতম কৈরীর সঙ্গে কাজ করেছেন তিনি। তবে এবারের গল্পটা অন্যরকম। এতে ৩০ বছর আগে এবং পরের দুটি বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।
‘প্রাইসলেস’ নাটকে মিথিলার পাশাপাশি অভিনয় করেছেন তার ছোটবোন ইফফাত রশীদ মিশৌরীও। আরও আছেন ইরফান সাজ্জাদ।
জানা গেছে, ভালোবাসার গল্পে নির্মিত ‘প্রাইসলেস’ প্রচার হবে আগামী ১৪ ফেব্রুয়ারি এনটিভিতে।