ডিজিটাল বাংলাদেশ মেলায় দর্শনার্থীদের জন্য শাটল বাস
15, January, 2020, 4:21:16:PM
ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এর লোগো
ঢাকা: আগামী ১৬ জানুয়ারি দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠেয় এ মেলায় যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করছে মেলা কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ দিন সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন বলে বুধবার (১৫ জানুয়ারি) বিআইসিসিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মেলার টাইটেনিয়াম সহযোগী হুয়াওয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের সাধারণ মানুষকে ৫-জি অভিজ্ঞতা দিতে যাচ্ছে হুয়াওয়ে। যা মেলার মূল আকর্ষণ। এছাড়াও নতুন নতুন প্রযুক্তির চমকপ্রদ নানা অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। সে সব অভিজ্ঞতা অর্জনে আগ্রহী দর্শনাথীদের সুবিধার্থেই রাজধানীর পাঁচটি রুটে এই শাটল বাস সার্ভিস চালু করা হচ্ছে।
ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় বাসগুলো মেলার উদ্দেশে ছেড়ে আসবে। মেলা শেষে রাত ৮টায় দর্শনার্থীদের নিয়ে বাসগুলো আবার নিজ নিজ রুটে ফিরে যাবে।
মেলার শাটল বাস সার্ভিসের রুটগুলো যথাক্রমে উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর।
উত্তরা রুটে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় বাস ছাড়া হবে আবদুল্লাহপুর থেকে। এরপর জসিমুদ্দীন, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড ও মহাখালী হয়ে বাসটি মেলার ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছাবে।
মালিবাগ রুটে মালিবাগ থেকে ছেড়ে রামপুরা, বনশ্রী, নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক হয়ে বাসগুলো মেলা কেন্দ্রে আসবে।
একইভাবে মতিঝিল শাপলা চত্বর থেকে ছেড়ে দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বিটিআরসি, বিটিসিএল, ফার্মগেট হয়ে শাটল বাস মেলাস্থলে আসবে।
আজিমপুর রুটে নিউ মার্কেট, সাইন্সল্যাব, জিগাতলা, শংকর, ধানমণ্ডি-২৭ ঘুরে বাস আসবে মেলাকেন্দ্রে।
মিরপুর রুটে বাস ছাড়া হবে মিরপুর-১২ থেকে। এরপর মিরপুর-৬, ঢাকা কমার্স কলেজ, সনি সিনেমা হল ও কাজীপাড়া হয়ে বাসটি মেলার ভেন্যু বিআইসসিতে পৌঁছাবে।
মেলায় আগত দর্শনার্থীরা হুয়াওয়ের প্যাভিলিয়নে সরাসরি ৫-জি স্পিড ও লো- ল্যাটেন্সি অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়া আকর্ষণ হিসেবে আনা হয়েছে বিশেষ একটি রোবট। যাকে হাতের ইশারায় পরিচালনা করে খেলা যাবে ফুটবল।
পাশাপাশি আরও একটি প্লে-জোন থাকবে, যেখানে সবাই ৫-জি প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম ভি-আর উপভোগ করতে পারবেন। ৫-জি ভি-আর পরার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী নিজেকে খুঁজে পাবেন স্কিইরত অবস্থায়।
উন্নত প্রযুক্তি এবং অডিও কিংবা ভার্চুয়াল রিয়েলিটির সরাসরি অভিজ্ঞতা দিতেই হুয়াওয়ের এই আয়োজন।
সম্পাদক ও প্রকাশক মো: আবদুল মালেক, যুগ্ন সম্পাদক: নজরুল ইসলাম ভূঁইয়া । সম্পাদক র্কতৃক ২৪৪ ( প্রথম তলা ) ৪ নং জাতীয় স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা -১২১৪ থেকে প্রকাশিত এবং স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি র্সাকুলার রোড, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত । ফোন:- ০২-৭২৭৩৪৯৩, মোবাইল: ০১৭৪১-৭৪৯৮২৪, E-mail: info@dailynoboalo.com, noboalo24@gmail.com
Design Developed By :
Dynamic Solution IT Dynamic Scale BD BD My Shop