আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে সম্পূর্ণ ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনের বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এতে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার সাংবাদিকদের জানান, ৩০০টি আসনের কোন ছয়টিতে ইভিএম ব্যবহার হবে, তা এখনও ঠিক হয়নি।
তিনি জানিয়েছেন, দৈবচয়নের ভিত্তিতে আগামী ২৮ ডিসেম্বর এই আসনগুলো ঠিক করা হবে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪০ হাজারটির মধ্যে ৯০০টির মতো কেন্দ্রে যন্ত্রে ভোট গ্রহণ হবে, অর্থাৎ সেগুলোতে কোনো ব্যালট পেপার থাকবে না।
বিএনপিসহ অধিকাংশ দলের বিরোধিতার মধ্যেই একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।