আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ছয়টি সংসদী আসন ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২। আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে এসব আসনে ইভিএমে ভোট নেয়া হবে।
সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে লটারির মাধ্যমে এই ছয়টি আসন নির্ধারণ করা হয়। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন ও জেলা সদরসংশ্লিষ্ট ৪৮টি আসনের মধ্যে ছয়টি আসন ইভিএম ব্যবহারের জন্য লটারির মাধ্যমে বেছে নেয়া হয়। এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিংয়ে বলেছিলেন, ৩০০টি আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে। এ ছয়টি আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।