ইশতেহার প্রকাশের আগেই চাকরির বয়স ৩৫ করে প্রজ্ঞাপন দাবি
তারিথ
: ২৫-১১-২০১৮
অনলাইন ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণার আগেই চাকরিতে আবেদনের বয়স ৩৫ করে প্রজ্ঞাপন জারি করার দাবি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রæত বাস্তবায়ন ও নির্বাচনী ইশতেহারের আগেই এর প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা। গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতিতে (ডুজা) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদ যুগ্ম-আহŸায়ক নাসরিন সুমি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির করা সুপারিশের ৫ মাস অতিবাহিত হলেও এখনো তা বাস্তবায়িত হয় নি। ২৯ নভেম্বরের মধ্যে এ সুপারিশ বাস্তবায়ন না হলে শিগরিই কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এটা ছাত্রদের অধিকার। এখানে কোনো রাজনীতি নেই। যারা ৩৫’র পক্ষে আমরা তাদের ভোট দেবো। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহŸায়ক মো. ইমতিয়াজ হোসেন, যুগ্ম-আহŸায়ক ইমরান মাসুদ, ইমরান চৌধুরী, নাদীয়া সুলতানা, শ্রাবণ আহমেদ, ফুয়াদ আলম প্রমুখ।